Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ২০

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ১১:০১ AM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ১১:০১ AM

bdmorning Image Preview


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত দু’জনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার প্রত্যন্ত অঞ্চল হিয়ালা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের রফিক মিয়ার (৭০) সঙ্গে একই গ্রামের বছির মিয়ার (৩৫) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গুরুত্বর আহতরা হলেন- রফিক মিয়া (৭০), বছির মিয়া (৩৫), মামুন (২৬), কুতুব আলী (৪০), জহির ইসলাম (১৬), সুজন মিয়া (২৫), জয়নাল মিয়া (১২), মিলন বেগম (৫০), নুরুল আমিন (৩৫) ও রুহেল আমিন (১৭)।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছ। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Bootstrap Image Preview