Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নুসরাতের হত্যাকারীদের ফাঁসির দাবিতে সেনবাগে মানববন্ধন

জামশেদুল রাহমান, সেনবাগ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০৮:৪৭ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ০৮:৪৭ PM

bdmorning Image Preview


ফেনীর নুসরাত জাহান রাফিকে নির্মমভাবে আগুনে পুড়িয়ে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে নোয়াখালীর সেনবাগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে সেনবাগ পৌর শহরের থানার মোড় চত্বরে স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও  উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সেনবাগ পাঠাগার, শাহাপুর রেনেসাঁ বয়েজ ক্লাবসহ আরো বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।

মানববন্ধনের উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান গোলাম কবির, মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু তাহের, মাষ্টার জাহাঙ্গীর আলম মানিক, উপজেলা ছাত্র লীগ নেতা মাজেদুল হক তানভির, সাংবাদিক ইসতিহাদ জিসান, শাহাপুর রেনেসা বয়েজ ক্লাবের তারেক, সেনবাগ পাঠাগারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাহমিনা রিতা, সভাপতি জুলফিকার হায়দার জয়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার আজিম উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তরা বলেন, প্রতিবাদী ছাত্রী নুসরাত জাহান রাফিকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সমাজের নারীদের প্রতি অসংগতির যে অধ্যায় চলছে, তা থেকে বেরিয়ে আসার সময় এসেছে। নারীর প্রতি সকল ধরণের সহিংসতা রোধ করে অভিযুক্ত মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

Bootstrap Image Preview