Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নুসরাত হত্যা: কাদেরকে ধরতে মাঠে নেমেছে পিবিআই’র একাধিক টিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০১:১৭ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ০১:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফেনীর সোনাগাজীতে নুসরাত জাহান রাফি হত্যা মামলার এজাহারভুক্ত আট আসামির মধ্যে সাতজন গ্রেফতার হলেও পলাতক রয়েছে আসামি হাফেজ আবদুল কাদের মানিক(২৫)। তাকে ধরতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একাধিক টিম। কাদের দ্রুতই গ্রেফতার হবে বলে আশা প্রকাশ করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক মো. শাহ আলম।

আবদুল কাদের মানিক আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সফরপুর গ্রামের মনছুর খান পাঠান বাড়ির আবুল কাসেমের ছেলে। সে সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক ও একই মাদ্রারাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র। সে অধ্যক্ষ সিরাজের অনুগত হিসেবে মাদ্রারাসার হোস্টেলে থাকতো।  ৬ এপ্রিল নুসরাত অগ্নিদগ্ধ হওয়ার পরদিন মালামাল নিয়ে হোস্টেল চলে যায়।

আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম বলেন, পূর্ব সফরপুর গ্রামের জসিম উদ্দিন ও আজগর হোসেনের মাধ্যমে জানতে পারি, ১২ এপ্রিল বিকালে বসতঘরে তালা লাগিয়ে মা-বাবসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে পালিয়ে যায় সে। তার একভাই দিনমজুর, একভাই মালদ্বীপ থাকে এবং আরেক ভাই ঢাকায় একটি কারখানায় চাকরি করে। তিন বোন আছে, যারা বিবাহিত।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক মো. শাহ আলম বলেন, আবদুল কাদেরকে ধরতে তাদের একাধিক টিম অভিযানে রয়েছে। আশা করি, দ্রুতই তাকে গ্রেফতার করতে পারবো।

নুসরাত হত্যা মামলায় এজাহারভুক্ত যে সাতজন আসামি গ্রেফতার আছে তারা হলো- সিরাজ উদ্দৌলা, নূরউদ্দিন, শাহদাত হোসেন শামীম, মাকসুদ আলম, জাবেদ হোসেন, আফচার উদ্দিন ও আলাউদ্দিন।

Bootstrap Image Preview