Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যেভাবে অফিসে ঢুকে চুরি করে পালালো চোর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ১২:৫৭ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ১২:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর দারুস সালাম থানা এলাকার মাজার রোডের মাথায় অবস্থিত এনা ট্রান্সপোর্ট লিমিটেডের অফিস। রাত ১২ টায় নিয়মিত অফিস রুম বন্ধ করে চলে যান অফিসের দায়িত্বরত কর্মকর্তা সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. মিনাজুর রহমান। পরের দিন অফিসের দরজা খুলেই দেখেন অফিস রুমের জানলার গ্রিল কাঁটা। টেবিলের ড্রয়ারের তালাও ভাঙা। পুরো অফিস রুম এলোমেলো। এরপর জলদি টেবিলের ড্রয়ারে খুলে দেখেন সেখানে রাখা নগত টাকা উধাও।

চোর খুবই কৌশলে ওই রাতে ভোর সাড়ে ৪টার দিকে এনা অফিসের জালানার গ্রিল কেঁটে ভেতরে প্রবেশ করেছিল। এরপর অফিস রুমের ভেতরে থাকা দুই কর্মকর্তার ড্রয়ারের তালা ভেঙে ফেলে। এক জনের ড্রয়ারে কোনো নগদ টাকা ছিল না। তবে এজিএম মিনাজুর রহমানের ড্রয়ারে থাকা ৯৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় চোর।

অফিস রুমে লাগানো সিসিটিভি ফুটেজ থেকে চোরের চুরি করে পালিয়ে যাওয়ার এসব দৃশ দেখা গেছে।

যেভাবে জানা গেল চুরির ঘটনা

এই চুরির ঘটনাটির বর্ণনা দিয়ে এনা ট্রান্সপোর্ট লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. মিনাজুর রহমান অনলাইনেকে জানান, ‘গত ৮ এপ্রিল রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে আমি অফিস তালাবদ্ধ করে বাসায় চলে যাই।

এর পরের দিন সকালে অফিসে এসে দেখতে পাই যে, আমার অফিস রুমের জানলার গ্রিল কাঁটা। টেবিলের ড্রয়ারের তালা ভেঙে মাটিতে পড়ে আছে। আর পুরো অফিস রুম এলোমেলো। তখন আমার ড্রয়ারে থাকা ৯৩ হাজার টাকা খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু টেবিলের ওপরের আমার ব্যবহার করা ল্যাপটপটি ছিল অক্ষত। আর অফিসে লাগানো সিসিটিভি ক্যামেরাগুলো সচল ছিল। তখন আমি দ্রুত সিসিটিভি ফুটেজ চেক করার জন্য কম্পিউটার খুলি।’

কম্পিউটারে সিসিটিভি ফুটেজে দেখা গেছে কীভাবে চোর রুমে প্রবেশ করেছে। আর কীভাবে চুরির পর বেরিয়ে গেছে। এমন ঘটনার পরে আমি দ্রুত দারুস সালাম থানায় গিয়ে একটি মামলা দায়ের করেছি। মামলা নাম্বার ১৬।’

যা দেখা গেল সিসিটিভি ফুটেজে

এই চুরির ঘটনার একটি সিসিটিভি ফুটেজ দেখা যায়, ৯ এপ্রিল রাত ৪ টা ৪১ মিনিট ১০ সেকেন্ডে অফিস রুমের ভেতরে চোরের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। তখন চোর এজিএম এর ড্রয়ার খুলছিল। ৪টা ৪৩ মিনিট ১৬ সেকেন্ডে ওই চোর এজিএমের ডেস্কের পাশ থেকে এনার জেলারেল ম্যানেজারের (জিএম) ডেস্কের দিকে চলে যায়। এরপর জিএমের ডেস্কের টেবিলের ড্রয়ারের তালা ভাঙতে থাকে।

ভোর ৪টা ৪৪ মিনিটে ওই চোর জিএমের ডেস্ক থেকে এজিএমের ডেস্কে এসে কিছু একটা খুঁজেছিল। এরপর আবারও চোর চলে যায় এজিএমের ডেস্কের দিকে। এরপর ৪টা ৪৫ মিনিট ৫৬ সেকেন্ডে চোর আবারও জানালার কাঁটা গ্রিলের অংশের দিকে চলে আসে এবং বেরিয়ে যায়।

‘দ্রুতই ধরা পড়বে চোর’

এই চুরির ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করছেন দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান বলেন, ‘মামলাটির তদন্ত কাজ চলছে। যেহেতু চুরির ঘটনাটির একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। ওই সিসিটিভি ফুটেজ বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও বিষয়টি তদারকি করছেন। আশা করছি খুব দ্রুতই এই চোর ধরা পড়বে।’

Bootstrap Image Preview