Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে অর্ধশতাধিক হাইড্রোলিক হর্ন জব্দ

জাহিদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি 
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ১১:০২ AM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ১১:০২ AM

bdmorning Image Preview


ঝিনাইদহে শব্দ দূষণের জন্য দায়ী গাড়ির হাইড্রোলিক হর্ণ অপসারণ করেছে ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ-যশোর মহাসড়কের চুটলিয়া নামক স্থানে অভিযান চালিয়ে অর্ধশতাধিক হর্ণ জব্দ করা হয়।

ঝিনাইদহ জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর সালাহউদ্দিন জানান, শব্দ ও পরিবেশ দূষণ থেকে ঝিনাইদহ শহরকে মুক্ত করার জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকালে অভিযান চালানো হয়। এসময় ট্রাক, পিকআপ, বাস ও থ্রি-হুইলার থেকে এসব হাইড্রোলিক হর্ন খুলে নেয়া হয়। তবে চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। এসময় ফিটনেস বিহীন যানবাহনের মামলা দেয়া হয়। 

এসময় অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর কাজী হাসানুজ্জামান, মাজহারুল ইসলাম, গৌরাঙ্গ পাল, সার্জেন্ট নুরুজ্জামান ও এটিএসআই আসাদ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview