Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে ২টি এক্সেভেটর ও ১০ হাজার ঘণফুট বালু জব্দ

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০৯:৫৯ AM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ১০:০৭ AM

bdmorning Image Preview


হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত ১০ হাজার ঘনফুট বালু ও ২টি এক্সেভেটর মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম খোয়াই নদীর আহম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজার এলাকা থেকে জব্দ করেন।

চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী বলেন, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে খোয়াই নদী থেকে ইজারাবিহীন বালু উত্তোলন করে আসছিল। দুপুরে লাল মিয়া নামে এক ব্যক্তির মাধ্যমে উত্তোলন করা ১০ হাজার ঘনফুট বালু ও উত্তোলনের কাজে ব্যবহৃত দু’টি এক্সেভেটর জব্দ করেন অ্যাসিল্যান্ড। পরবর্তীতে এগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বর) নটবর রুদ্র পালের জিম্মায় রাখা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ হওয়া বালু ও মেশিন পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে।

অভিযানকালে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মঈন উদ্দিনসহ একদল পুলিশ উপস্থিত ছিল।

Bootstrap Image Preview