Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবসর-কল্যাণে শিক্ষকদের ১০ শতাংশ চাঁদা কর্তনের আদেশ জারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ০৯:১২ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ০৯:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


এবার সাধারণ স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের ফান্ডে মোট ১০ শতাংশ চাঁদা কর্তনের আদেশ জারি হয়েছে।

১০ শতাংশ চাঁদা কর্তন করে দুটি ফান্ডে জমা করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ১৫ এপ্রিল আদেশ জারি করেছে। চলতি বছরের এপ্রিল মাসের বেতন থেকে এ চাঁদা কর্তন করা হবে।

এতদিনে অবসর ফান্ডের জন্য ৪ শতাংশ ও কল্যাণের জন্য ২ শতাংশ হারে চাঁদা কর্তন হতো।

এর আগে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ৬ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ চাঁদা কর্তন কার্যকর হয়। শিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেলের কর্মকর্তাদের অদক্ষতায় মন্ত্রণালয়ের নির্দেশ সত্ত্বেও ১০ শতাংশ কর্তন কার্যকর করতে পারেনি।

Bootstrap Image Preview