Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সরকারি চাকরিজীবীরা দুইদিন ছুটি পেলে ৯ দিন অবশ হয়ে পড়ে থাকে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ০৬:২৫ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ০৬:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুই দিন ছুটি পেলে ৯ দিন অবস হয়ে পড়ে থাকে। ছুটির রেশ কাঁটতেই ৭ দিন চলে যায়। এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কাজ করতে হবে এবং তা যুগোপযোগী হতে হবে।

আজ মঙ্গলবার বিকাল চারটায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কার্যালয়ে তাঁত শুমারি-২০১৮-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারি চাকরিজীবী তথা কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী বলেন, বাহুল্য কাজ বাদ দিয়ে, অযথা খরচ বাদ দিয়ে মূল কাজ করতে হবে কারণ কাজই মানুষকে বাঁচিয়ে রাখে। যেখানে সিঙ্গারা খেলে চলবে সেখানে অতিরিক্ত কিছু খাওয়ার দরকার নেই। সরকারি অর্থ অপচয় থেকে বেরিয়ে আসতে হবে।

এসময় তিনি বলেন, অন্য দেশের মানুষ কোথায় গেল না গেল সে চিন্তা করার দরকার আমাদের নেই আমরা আমাদের নিয়ে চিন্তা করবো।

আমরা আমাদের কাজ দায়িত্ব নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারি সে দিকটি চিন্তা করবো বলেন পরিকল্পনামন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, প্রকল্প পরিচালক মহিউদ্দিন আহমেদ ও বিবিএসের মহাপরিচালক ড. কৃষ্ণা গায়েন।

Bootstrap Image Preview