Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালীগঞ্জে ১৫ শিক্ষার্থী পেল বাইসাইকেল

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ০১:৫৭ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ০১:৫৯ PM

bdmorning Image Preview


ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ জন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩শ' স্কুল বেঞ্চ বিতরণ করা হয়েছে।  

উপজেলা পরিষদের উদ্যোগে সরকারের এডিবির অর্থায়নে মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, শাহনাজ পারভীন, উপজেলা প্রকৌশলী সানাউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম, সিমলা রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির চৌধুরী, ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়া নারী কর্মসংস্থানের জন্য অসহায় ১০ নারীকে সেলাই মেশিন ও জলাতঙ্ক রোগ প্রতিরোধে উপজেলা হাসপাতালকে কুকুরের কামড়ের ওষুধ বিতরণ করা হয়েছে।

Bootstrap Image Preview