Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালিয়াকৈর থেকে বস্তাবন্দি অবস্থায় যুবক উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ০১:৫২ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ০১:৫২ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালিয়াকৈর থেকে বস্তাবন্দি অবস্থায় গুরুতর আহত রহিম মন্ডল (২৭) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ এপ্রিল) কালিয়াকৈর থেকে তাকে উদ্ধার করা হয়। রহিম গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার শ্রীফলাকাঠি এলাকার রাজ্জাক মন্ডলের ছেলে।

আহত রহিমের বরাত দিয়ে কালিয়াকৈর থানার এসআই নজরুল ইসলাম জানান, কালিয়াকৈরের দক্ষিণ হরিনহাটি এলাকার আসাদুল্লাহ বাবুর টিনশেডের বাসায় বোনের সঙ্গে ভাড়া থেকে এলাকায় রিকশা চালাত রহিম। সে প্রতিদিনের মতো রবিবার (১৪ এপ্রিল) রাতে রিকশা চালিয়ে বাড়ি ফিরছিল। পথে ১২-১৪ জন সন্ত্রাসী রহিম মন্ডলের পথরোধ করে।

পরে তারা রহিমের হাত-পা ও চোখ বেঁধে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আহত রহিমকে বস্তাবন্দি করে হরিনহাটি এলাকার রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

সকালে এলাকাবাসী রহিমকে বস্তাবন্দি অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রহিমকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Bootstrap Image Preview