Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ল্যাবএইডে বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ ওষুধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০৯:২৫ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০৯:২৫ PM

bdmorning Image Preview


রাজধানীর গুলশানে ল্যাবএইড ফার্মায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার গুলশানের ল্যাবএইড ফার্মায় অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। অভিযান চলাকালে সার্বিক সহযোগিতা করেন এপিবিএন-১১ এর সদস্যরা।

আব্দুল জব্বার মণ্ডল জানান, আজকে গুলশানের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ল্যাবএইড ফার্মাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকায় মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রির অপরাধে ‘বাংলার মিষ্টি’ কে ৫০ হাজার টাকাসহ এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় তাদের ভোক্তা আইন যথাযথ পরিপালনের নির্দেশ দেয়া হয়।

Bootstrap Image Preview