Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় বৈশাখী মেলার স্টল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০৪:৪৪ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০৪:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


টাঙ্গাইলের সখীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলায় কুরুচিপূর্ণ ব্যানার টানিয়েছিলেন কয়েকটি স্টলের মালিক। তবে এ নিয়ে সচেতন মহলের ক্ষোভ প্রকাশের পর সেগুলো অপসারণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমানের উদ্যোগে ওইসব স্টলের ব্যানারগুলো নামিয়ে ফেলা হয়।

এদিকে কুরুচিপূর্ণ স্টলগুলোর ব্যানার খুলে ফেলায় মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা স্বস্তি প্রকাশ করে প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

পাঁচ দিনের এই বৈশাখী এ মেলায় দর্শক সমাগম উল্লেখযোগ্য হলেও দেখা যায় বেশ কয়েকটি স্টলের নাম অশালীন ও কুরুচিপূর্ণ। এতে করে দর্শনার্থীদের বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়। এসব কুরুচি চিন্তাধারার জন্য সম্পূর্ণ মেলাটি গুরুত্ব হারাবে মনে করেন সচেতন মহল।

মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, মেলায় কিছু স্টলের ব্যানারে অশালীন ভাষা ব্যবহার করায় তাদের বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। যেমন মেলার একটি স্টলে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ছবি সংবলিত বড় একটি ব্যানারে লেখা হয়েছে, ‘কেরাবেরা লাগাইয়া দিমু, আয়োজনে ডেভিট বো।’ পাশের স্টলের বড় আরেকটি ব্যানারে লেখা হয়েছে, ‘ঐ হবে নাকি একটু। আইনের কসম বলছি দাঁড়াও, সৌজন্যে- আমরা আমরাই তো, আয়োজনে স্টার বয়েজ ক্লাব।’

সখীপুর উপজেলার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, মেলায় অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে বেশ কয়েকটি স্টল করা হয়েছে। স্টলগুলোতে উঠতি বয়সের তরুণেরা বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করছে। ব্যানারে খুব বড় করে ওই অশ্লীল ভাষাগুলো লেখা হয়েছে। লেখাগুলো খুব সহজেই নজরে আসছে দর্শনার্থীদের। সবচেয়ে বেশি বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছেন নারীরা।

এ বিষয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছবুর রেজা বলেন, আমি বিষয়টি ফেসবুকে দেখেছি। লেখাগুলো খুবই অলাশীন ও কুরুচিপূর্ণ। আমাদের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার জন্যই বৈশাখী মেলার আয়োজন। আর সেটা যদি বিকৃত হয় তাহলে নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা কী শিখবে? প্রশাসনের আয়োজনে মেলায় এ লেখাগুলো কোনোভাবেই কাম্য নয়।

Bootstrap Image Preview