Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নানা অভিযোগে নারী ইউপি সদস্যের অপসারণের দাবি

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০৪:৩৪ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০৪:৩৪ PM

bdmorning Image Preview


বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জেলেদের বিশেষ ভিজিএফসহ সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচির সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ এনে পটুয়াখালীর কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য শাহানারা বেগম শানুর অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১২টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার কয়ে’শ নারী পুরুষসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সিকদারসহ ইউপি সদস্যরা।

বক্তারা বলেন, সম্প্রতি ইউনিয়ন পরিষদের সামনে শতাধিক মানুষের উপস্থিতিতে আয়শা নামের এক সুবিধাভোগী নারীকে জুতাপেটা করেন শাহানারা বেগম। ইউপি চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বাল্যবিয়ে ঠেকানোর নাম করে ১০-১২ হাজার টাকা হাতিয়ে নেয়। এসব ঘটনার প্রতিবাদ এবং আইনি প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন ছাড়াও চেয়ারম্যানসহ ১০ জন ইউপি সদস্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত মহিলা মেম্বার শাহানারা বেগম জানান, তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা-বানোয়াট। চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছেন।

Bootstrap Image Preview