Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেবহাটায় বর্ষবরণে ছাত্রলীগের ভিন্ন উদ্যোগ 

মীর খায়রুল আলম, দেবহাটা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ০৯:০৮ PM
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ০৯:০৮ PM

bdmorning Image Preview


সবাই যখন পহেলা বৈশাখে পরিবার বন্ধুবান্ধব-আত্মীয়স্বজন নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় দেবহাটায় উপজেলা ছাত্রলীগ  একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে।

রবিবার (১৪ এপ্রিল) সকাল থেকে তারা এ উদ্যোগ গ্রহণ করেন।

দেবহাটা উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সুমন চৌধুরীর নেতৃত্বে সখিপুর খান বাহাদুর আহসানুল্লাহ সরকারি কলেজের সামনে রাস্তায় স্পিড ব্রেকারে রং করার মাধ্যমে সাধারণ মানুষকে বিপদ থেকে রক্ষার জন্য একটি ছোট উদ্যোগ।

এসময় উপস্থিত ছিলেন- দেবহাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহাগ, খান বাহাদুর আহসান ল কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ ফয়জুল্লা, দেবহাটা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ কল্লোল, পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সজিব হোসেন, কে বি এ কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান, সখিপুর আলিম মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন।

এছাড়াো দেবহাটা উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন বলেন, আমি মানুষের জন্য কাজ করতে চাই। মানুষের বিপদে আপদে তাদের পাশে দাঁড়াতে চাই, তার জন্য আমার যতই বাধা আসুক তা আমি মোকাবেলা করতে প্রস্তুত।

তিনি আরো বলেন, আমি দেবহাটা উপজেলা ছাত্রলীগের আওতাধীন সকল সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীদের অনুরোধ করছি। আপনারা মানুষের জন্য কাজ করুন দেবহাটার উন্নয়নের জন্য কাজ করুন। আপনারা আমার পাশে থাকলে আমি দেবহাটা উপজেলাবাসীকে একটি দুর্নীতি দালাল বাটপারমুক্ত উপজেলা হিসেবে দেবহাটা উপজেলাকে উপহার দেব।

Bootstrap Image Preview