Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'পহেলা বৈশাখ বাঙ্গালী জাতীর প্রাণের উৎসব'

বাকি বিল্লাহ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ০৯:০০ PM
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ০৯:০০ PM

bdmorning Image Preview


শিল্পমন্ত্রী এড.নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ হলো বাঙ্গালী জাতীর প্রাণের উৎসব। জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে সবাই মিলে এ উৎসব পালন করে থাকে। 

রবিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন মনোহরদী কর্তৃক আয়োজিত মনোহরদী সরকারি কলেজ মাঠে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। 

শিল্পমন্ত্রী বলেন, গণতান্ত্রিক এই বাংলাদেশে রাজনীতির প্রতিযোগীতা থাকবে প্রতি হিংসা নয়। তবে আমাদেরকে উন্নয়নের রাজনীতি করতে হবে। এই উন্নয়নের রাজনীতি করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রামকে শহরে পরিণত করার যে উদ্দেশ্যকে সামনে নিয়ে কাজ করে যাচ্ছে তা অচিরেই বাস্তবায়িত হবে। আর এজন্য প্রশাসনের সকল লোকজনকে সততা এবং ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যেতে হবে।

এসময় মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের আমলেই আমরা স্বাধীনতার সুফল পাচ্ছি। মুক্তিযোদ্ধারা সকল স্তরে সম্মান পাচ্ছে।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন। 

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মনোহরদী থানা ওসি মনিরুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) আসসাদিক জামান, উপজলো আ'লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, মনোহরদী উপজেলা ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি প্রমুখ।

বর্ষবরণ অনুষ্ঠানের শুরুতেই সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা কলেজ মাঠ থেকে বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আবার কলেজ মাঠে এসে শেষ হয়।  
 

Bootstrap Image Preview