Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাহাবউদ্দিনের বলী খেলায় এবার চ্যাম্পিয়ন দুইজন

চট্রগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ০৭:৫৫ PM
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ০৭:৫৫ PM

bdmorning Image Preview


চট্রগ্রাম নগরের সিআরবির রেলওয়ের সাত রাস্তার মোড়ে সাহাবউদ্দিনের বলী খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন চকরিয়ার বাদশা ও কুমিল্লার শাহজাহান।

রবিবার (১৪ এপ্রিল) বিকেল তিনটা থেকে শুরু হওয়া এই খেলায় বিভিন্ন জেলার বলীরা অংশগ্রহণ করেন। এ সময় কানায় কানায় পূর্ণ ছিল মাঠের আশে পাশের বিভিন্ন জায়গা।

এ খেলায় অংশ নিয়েছিলেন বিভিন্ন বয়সী প্রায় অর্ধ শতাধিক বলী। তাদের মধ্যে ৮ জন সরাসরি অংশ নেন চ্যালেঞ্জ রাউন্ডে। আর অন্যরা প্রথম রাউন্ডে বিদায় নেন। প্রথম রাউন্ড শেষ হওয়ার পর কমিটির বাছাই করা ৮ জন সরাসরি অংশ নেন চ্যালেঞ্জ রাউন্ডে।

এরপর চ্যালেঞ্জ রাউন্ড থেকে সেমিফাইনালে উঠেন শফিক, বাদশা, শাহজাহান ও মো. হোসেন। সেমিফাইনালে শফিক বলীকে হারিয়ে ফাইনাল রাউন্ডে উঠেন বাদশা। তারা দু'জনই খেলেন মাত্র তিন মিনিট ১৫ সেকেন্ড।

এ সময়ের মধ্যে শফিক বলীকে হারান বাদশা। তবে শাহজাহান ও মো. হোসেনের মধ্যে প্রায় ১১ মিনিটেরও বেশি সময় লড়াই চলে। পরে রেফারি শাহজাহানকে বিজয়ী ঘোষণা করেন।

ফাইনাল খেলা শুরু থেকেই বাদশা ও শাহজাহানের মধ্যে লড়াই চলে ৭ মিনিট ১৪ সেকেন্ড। এ সময়ের মধ্যেও দু'জনই কেউ কাউকে ছাড় দেয়নি।

তবে শাহজাহান মাথা ঠুকে ও পা ধরে মাটিতে ফেলার চেষ্টা করায় রেফারি প্রথমে অযোগ্য ঘোষণা করলেও পরে দর্শকদের ভূমিকায় আবারও দু'জনের মধ্যে খেলা চলে। এক পর্যায়ে দু'জনের মতামতের ভিত্তিতে রেফারি এম এ মালেক দু'জনকই যুগ্ন চ্যাম্পিয়ন ঘোষণা করেন।

Bootstrap Image Preview