Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব পালিত

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ০৬:৫১ PM
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ০৬:৫১ PM

bdmorning Image Preview


জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতাকে পরাভূত করে অসাম্প্রদায়িক চেতনার বিকাশের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে উদযাপিত হল বাংলা নববর্ষ।

রবিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের যাত্রা শুরু হয়।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, হাকিমপুর-ঘোড়াঘাট থানা সার্কেল অফিসার আখিউল ইসলাম, হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন, উপজেলা সহকারী প্রোগামার আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, তদন্ত অফিসার রেজাউল ইসলাম, উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নব-নির্বাচিত ভাইস-চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


 

Bootstrap Image Preview