Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাতিয়ায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

তাজুল ইসলাম তছলিম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ১০:৫০ AM
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ১১:৫৮ AM

bdmorning Image Preview


‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে' এ প্রতিপাদ্য নিয়ে দ্বীপ উপজেলা হাতিয়ায় এবার মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে হাতিয়া উপজেলা পরিষদের উদ্যোগে বরাবরের মতো এবারও মঙ্গল শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রার হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর- এ- আলম বলেন, বিশ্ববাসীর মঙ্গল কামনায় আমরা এবার মঙ্গল শোভাযাত্রা করছি। সকল অশুভ, অসুন্দরের বিরুদ্ধে পৃথিবীতে যেন সত্য-সুন্দর বিরাজ করে সেই কামনা করছি।

নানা রঙ্গের মুখোশ, ঢাক-ঢোল, কোলা ইত্যাদি নিয়ে শোভাযাত্রা শুরু হয়। পাঞ্জাবি, ধুতি, লুঙ্গি, গামছাসহ পোশাকেও ছিল বাঙালি সংস্কৃতির ছোঁয়া।

মঙ্গল শোভাযাত্রায় হাতিয়া প্রেস ক্লাব, হাতিয়া টাউন হল ক্লাব, বঙ্গবন্ধু শিল্পগোষ্ঠী, হাতিয়া সাহিত্য পরিষদ, মৃত্তিকা নাট্যদল, শিল্পকলা একাডেমী, এনজিও হাতিয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

শোভাযাত্রাটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে উপজেলার মূল সড়ক দিয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। 

Bootstrap Image Preview