Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লাথি মেরে নামায় হেলপার, ইট ও বাঁশ দিয়ে পেটাল দুর্বৃত্তরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ১০:৪৬ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ১১:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীতে হাফ ভাড়া নিয়ে কথাকাটাকাটির জেরে হামলার শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শফিকুর রহমান জয়। এ ঘটনায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীও আহত হন।

আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

শফিকুর রহমান বলেন, ফার্মগেট থেকে মিরপুরগামী বেস্ট ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের গাড়ি ঢাকা-মেট্রো-ব-১৫-৩৭৬৭ এর কন্ডাক্টরের সঙ্গে আমিসহ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর হাফ ভাড়া নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কন্ডাক্টর ও হেলপারকে নিয়ে ট্রাফিক সার্জেন্টের কাছে যেতে চাই আমরা।

তিনি বলেন, ‘ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে উদ্দেশ্যপ্রণীতভাবে তালতলায় গাড়ি থামিয়ে কয়েক দুর্বৃত্ত সহকারে বাসের হেলপার ও কন্ডাক্টর আমাদের মারধর করে। প্রথমে গাড়ির হেলপার আমাদের লাথি মেরে বাস থেকে নিচে নামায়। পরে দুর্বৃত্তরা ইট ও বাঁশ দিয়ে পিটিয়ে আমাদের আহত করে।’

ওই ঘটনার পর আহত শিক্ষার্থী জয় ৯৯৯-এ ফোন দিলে মিরপুর মডেল থানার ওসি ফোন ধরেন এবং তাকে থানায় যেতে বলেন। আহত শিক্ষার্থী থানায় গেলে রক্তক্ষরণ না হওয়ায় প্রথমে মামলা না করার উপদেশ দেন। পরে তিনি সংশ্লিষ্ট থানার এক এসআইয়ের কাছে লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার ওসি বলেন, আমার কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করব।

জবি সহকারী প্রক্টর মোস্তফা কামাল বলেন, এখনও এ বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। খোঁজ নিয়ে দেখছি।

তবে জবি শিক্ষার্থী শফিকুর রহমান জয় জানান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছি। সবার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেব।

Bootstrap Image Preview