Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লাইট বন্ধ করে ঢাবির গণরুমে ৪ শিক্ষার্থীকে পিটুনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ১০:১৭ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ১০:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে ঘুমানোর জায়গা নিয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এতে ৪ শিক্ষার্থী আহত হন।

মারধরের শিকার ৪ শিক্ষার্থী হলেন- গণিত বিভাগের আরিফ মৃধা তনিম ও রবিন, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের সাঈদ আল নোমান ও ইকরামুল। তাদের মধ্যে আরিফ মৃধা তনিমের নাক ফেটে গেছে। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। অন্যরাও এখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সূত্রে জানা যায়, গত বুধবার গণরুমে (২০০৫ নম্বর কক্ষ) ঘুমানোর জায়গাকে কেন্দ্র করে হলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়। পরবর্তীতে হলের আবাসিক শিক্ষক এবং হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়। তবে, এ ঘটনার রেশ ধরে গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় গণরুমে প্রবেশ করে লাইট বন্ধ করে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করা হয়।

বিষয়টি জানতে পেরে হলের প্রাধ্যক্ষসহ আবাসিক শিক্ষকবৃন্দ ২০০৫ নম্বর কক্ষটি সিলগালা করে দেয়। তারা আহত ছাত্রদের চিকিৎসার ব্যবস্থা করেন ও আহতদের কাছ থেকে লিখিত অভিযোগ নেন। এ ঘটনায় ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে হলসূত্রে জানা গেছে।

এ বিষয়ে এফএইচ হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. অলিউর রহমান বলেন, ওই কক্ষটিতে এর আগেও সমস্যা হয়েছিল। সবদিক বিবেচনা করে বৃহস্পতিবার রাতে জরুরি সভা করে আমরা কক্ষটি সিলগালা করে দিয়েছে। একই সঙ্গে বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

Bootstrap Image Preview