Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুমিল্লায় শিক্ষা ব্যবস্থাপনা ও উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০৭:১৭ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০৭:৪২ PM

bdmorning Image Preview


কুমিল্লার মুরাদনগরে শিক্ষা ব্যবস্থাপনা ও উন্নয়ন শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার ৩০০ শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

আজ শনিবার কুড়ের পাড় আদর্শ ডিগ্রী কলেজ অডিটিরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কুড়ের পাড় আদর্শ কলেজ ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ইব্রাহীম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়ের পাড় আদর্শ কলেজ প্রতিষ্ঠাতা, সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোড চেয়ারম্যান প্রফেসর মোঃ রুহুল আমিন ভূইয়া, এম সামসুজ্জামান, মোহাম্মদ সাজেদুল ইসলাম, কাজী ফকরুখ আহম্মদ, মোঃ আবদুল মজিদ, মোঃ সফিকুল আলম তালুকদার, মোহাম্মদ নুরে আলম ছিদ্দিকী, আক্তারুজ্জামান প্রমুখ।

প্রধান অতিথি ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ) বলেন, মুরাদনগরে শিক্ষার মান বাড়াতে হবে। এখন মুখস্থ বিদ্যার দিন শেষ। ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় রিচার্জ করাতে শিখাতে হবে। 

Bootstrap Image Preview