Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নবাবগঞ্জে গঙ্গাস্নান ও বারুনী উৎসব উদযাপন

সৈয়দ রোকনুজ্জামান, নবাবগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০৭:০০ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০৭:৩২ PM

bdmorning Image Preview


দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার করতোয়া নদীর একটি শাখা, কালনদীর তীরে গঙ্গাস্নান ও বারুনী উৎসব শুরু হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) সূর্যোদয়ের পর থেকে গঙ্গাস্নান, শ্রীমদ্ভগবত পাঠ, কীর্তন, মহাদেবের পূজা অর্চনা ও উপস্থিত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই বারুনী উৎসব শুরু হয়।

বাংলা পঞ্জিকা মতে অনুষ্ঠানের প্রথম দিন প্রতি বছর চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে সূর্যোদয়ের পর থেকে গঙ্গাস্নান, শ্রীমদ্ভগবত পাঠ, কীর্তন ও মহাদেবের পূজা অর্চনার মধ্যদিয়ে দুইদিন ব্যাপী এই বারুনী উৎসব উদযাপন করা হয়ে থাকে।

আয়োজক কমিটির সদস্য অনিল চন্দ্র প্রামাণিক ও সুশীল চন্দ্র প্রামাণিকের তথ্যমতে জানা যায়, প্রাচীনকালে মহাদেবের আরাধনায় এক মুনির ধ্যানে এই মন্দিরটি গড়ে উঠলে এই স্থানটির নাম হয় শিবের বাজার এবং পরবর্তীকালে অনেকদিন ধরে এখানে বাজারও বসেছিল একসময়।

তাই পূণ্যস্নান উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা আগত পূণ্যার্থী ও দর্শনার্থীরা নদীতে গঙ্গাস্নানের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে থাকেন।

Bootstrap Image Preview