Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইন্দোনেশিয়ায় ৬.৮ মাত্রার ভূমিকম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০৩:৩২ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০৩:৩২ PM

bdmorning Image Preview


ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর অন্তত ২০টি আফটার শক অনুভূত হয়েছে। এ কারণে উপকূলীয় মোরোয়ালি জেলায় সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ভূমিকম্পটি উপকূলবর্তী সুলাওয়েসি দ্বীপের পূর্বাংশে আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শক্তিশালী কম্পনটির উৎপত্তিস্থল গোরনতালো প্রদেশ থেকে ১৭৪ মাইল দক্ষিণে, ভূ-পৃষ্ঠ থেকে ২৭ মাইল গভীরে।

ভূমিকম্পের পর স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বের হয়ে নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে। তবে ভূমিকম্প ও দফায় দফায় আফটার শকের পর প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।

ইন্দোনেশিয়া ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতপ্রবণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত। অঞ্চলটি ভূ-তাত্ত্বিকভাবে ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত। এজন্য মাঝেমধ্যেই সেখানে প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়।

গত বছর ২০১৮ সালে সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে সৃষ্ট সুনামি ও ২০ ফুট দীর্ঘ জলোচ্ছ্বাসে অন্তত চার হাজার ৩০০ মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। দেশটির দুর্বল অবকাঠামোর জন্য এ ধরনের দুর্যোগে সেখানে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির আশঙ্কা বেশি থাকে।

Bootstrap Image Preview