Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুয়াকাটায় নুসরাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০২:২৪ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০২:২৪ PM

bdmorning Image Preview


ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার বিচারের দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় মানববন্ধন করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।  

শনিবার (১৩ এপ্রিল) সকাল ৯টায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করেছে সেচ্ছাসেবী সংগঠন কুয়াকাটা স্পোর্টি ক্লাব, তরুন ক্লাব, বয়েজ ক্লাব, শিল্পি গোষ্টী ও শুভ সংঘ ক্লাব।  

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক, সংস্কৃতিক, রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শত মানুষ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশগ্রহণ করে। 

এসময় বক্তব্য রাখেন- কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক কাজী সাঈদ, কুয়াকাটা স্পোর্টি ক্লাবের সভাপতি মজিবুর রহমান, তরুন ক্লাবের সভাপতি ইব্রাহীম ওয়াহীদ।

মাদ্রাসা ছাত্রী নুসরাতের হত্যাকারী সিরাজ বাহিনীসহ সম্প্রতি সময়ে সংগঠিত সকল যৌন নিপীড়ন, ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। 

Bootstrap Image Preview