Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পছন্দের শীর্ষে ‘একতারা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ১২:২৯ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০১:১০ PM

bdmorning Image Preview


খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়। ধরতে পারলে মনবেড়ি, দিতাম পাখির পায়। আট কুঠুরী নয় দরজা আঁটা, মধ্যে ....। একতারা হাতে লালনের এই গান যেমন হ্রদয় ছুয়ে দিয়েছে গান পিপাসুদের, তেমনি তার হাতের সেই একতারাও যেনো কেড়েছে সবার মন। এমনটাই দেখা যাচ্ছে এবারের বৈশাখের কেনাকাটায়।

দোয়েল চত্বর, ধানমণ্ডি, কারওয়ানবাজার, উত্তরাসহ রাজধানীর বেশকিছু এলাকায় পাওয়া যাচ্ছে এসব বাশ, বেত, পাটের পণ্য। এর মধ্যে দোয়েল চত্বর এসব পণের সবচেয়ে বড় বাজার। এতে দেখা যায় একতারার বিক্রি সবার শীর্ষে। এখানে ছোট কয়েকটা সাইজের একতারাই বিক্রি হচ্ছে যা পাওয়া যাচ্ছে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে। 

বিশ্ববিদ্যালয় পড়ুয়া একাধিক শিক্ষার্থী বিডিমর্নিংকে বলেন, লালনের একতারার সুর আমাদের ভালো লাগে। এজন্য একতারার প্রতি আমাদের ভালো লাগা। আমরা এখানে একতারা কিনতে এসেছি, দামটাও হাতের নাগালেই আছে।

এছাড়াও উপহার হিসেবে একতারা কিনতে এসেছিলেন একাধিকজন। তারা বিডিমর্নিংকে জানান, বৈশাখের সাথে বাঙালির মাটি, পাট, কাশে ফুলের তৈরি জিনিসের প্রতি আকর্ষণ থাকে, এজন্য এসবের সাথে একতারা বৈশাখ উপলক্ষে উপহারের আইটেম হিসেবে দারুণ।

একতারা সুদুর কুষ্টিয়া থেকে আনা হয়েছে। কুষ্টিয়াতে রয়েছে একতারা তৈরির বড় ৪টি ফার্ম এবং ছোট ৮ থেকে ১০টি ফার্ম। বিডিমর্নিংয়ের সাথে কথা হয় কুষ্টিয়ার বড় বাজারের কারুপল্লীর আমজাদ হোসেনের সাথে।

তিনি বলেন, এবার আমরা শুধু বৈশাখ উপলক্ষে ১০ হাজার এক তারা তৈরি করেছি। আমার এখানে ১০ থেকে ১৫ জন শিল্পী সারা বছরই কাজ করেন এবার ঢাকায় ব্যাপক চাগিদার কারণে অনেক বেশী তৈরি করা হয়েছে শুধূমাত্র বৈশাখ উপলক্ষেই। আমরা ৮ ইঞ্চি একতারা এখান থেকে পাইকারী বিক্রি করি ৪০ টাকায়, ১২ ইঞ্চি ৪৫ টাকা, ১৫ ইঞ্চি ৫০ টাকা, গোল একতারা ২০ ইঞ্চি ৬০ থেকে ৬৫ টাকা, ২৪ ইঞ্চি ৮৫ টাকা,  ৫ ইঞ্চি খোলের বড় একতারা ১৫০ থেকে ১৭৫ টাকায়।

আমজাদ হোসেন বলেন, আমরা এছাড়াও কুষ্টিয়ায় আগত পর্যটকদের জন্য ডুগডুগিসহ বিভিন্ন আইটেম তৈরি করে থাকি। বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে এ এলাকায় সারাদেশের থেকে পিকনিকে যারা আসেন তাদের জন্যও বড় একটা অংশ তৈরি করা হয়।

কুষ্টিয়ার ছোট একটি ফার্মে শুধু বৈশাখকেই কেন্দ্র করে একতারা তৈরি করেন মোঃ বাদশা। তিনি বলেন, আমার এখানে ৫/৬ জন লোকে  একতারা তৈরির কাজ করেন। প্রতিদিন ছোট-বড় প্রায় ২০০ একতারা তৈরি করা হয়। তবে সারাবছরের তুলনায় এই মুহুতে চাহিদা বেশী থাকায় আমরা ভালো বিক্রি করতে পারছি। এসব একতারা ৪০/৫০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে পাইকারি বিক্রি করি।

ঢাকা মহানগর মৃৎশিল্প ব্যাবসায়ী সমিতির সভাপতি ইসমাইল হোসেন মানিক বিডিমনিংকে বলেন,  আমারা এবার সারা দেশ থেকে মাটি, বাশ, বেত ও অন্যান্য উপাদানে তৈরি জিনিসপত্র সংগ্রহ করেছি। একতারার প্রতি মানুষের আগ্রহ থাকায় এবার অধিক পরিমান একতারা সংগ্রহ করেছি এবং দাম সবার হাতের নাগালে রাখতে পেরেছি। এজন্য অন্য যেকোনো সময়ের চেয়ে এবছর এর বিক্রি ভালো হচ্ছে।

উল্লেখ্য, বহেলা বৈশাখের দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। এই উৎসব শোভাযাত্রা, মেলা, পান্তাভাত খাওয়া, হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে উদযাপন করা হয়। আর এই উৎসব পালনে বাঙালিরা তাদের অতীতের মৃৎশিল্পের ব্যবহারটা সৌখিনতার সাথে করে।

Bootstrap Image Preview