Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মাননা পাচ্ছেন মোদি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ১০:৫০ PM
আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ১০:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আরও একটি শিরোপা এলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝুলিতে। এবার তার জন্য সম্মান এল রাশিয়া থেকে। ভ্লাদিমির পুতিনের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পেতে চলেছেন তিনি।

শুক্রবার রাশিয়ার তরফে এই ঘোষণা করা হয়েছে। তাদের তরফে জানানো হয়েছে, সেদেশের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দেওয়া হবে ভারতের প্রধানমন্ত্রীকে।

কেন এই সম্মান প্রধানমন্ত্রীকে দিচ্ছে রাশিয়া, তাও জানানো হয়েছে। সে দেশের দাবি, দুই দেশের সম্পর্কের উন্নতিতে গত পাঁচ বছরে বিশেষ ভূমিকা নিয়েছেন নরেন্দ্র মোদি। তাই তাকে এই সম্মান দেওয়া হল।

প্রধানমন্ত্রী হওয়ার পর বিভিন্ন দেশ থেকে একাধিক পুরস্কার পেয়েছেন নরেন্দ্র মোদি। সৌদি আরবের বাদশা তাকে ২০১৬ সালের ৩ এপ্রিল সেই দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করেন। ওই বছরের ৪ জুন আফিগানিস্তানও সেদেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেয় মোদিকে।

২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি মোদিকে প্যালেস্তাইনও বিশেষ সম্মান দেয়। ওই বছর ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের চ্যাম্পিয়ন অফ আর্থ অ্যাওয়ার্ড দেওয়া হয় ভারতীয় প্রধানমন্ত্রীকে। এছাড়া তিনি ২০১৮ সালের ২৪ অক্টোবর পান সিওল শান্তি পুরস্কার।

Bootstrap Image Preview