Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘রাজাকারদের মতো ইয়াবা ব্যবসায়ীদের মুখেও থুতু ছিটিয়ে দেন’

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ১০:২৬ PM
আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ১০:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেছেন, ইয়াবা ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করুন। তাদের আর সম্মানিত করবেন না। তাদের মুখে রাজাকারদের মতো থুতু ছিটিয়ে দিন।

শুক্রবার (১২ এপ্রিল) বিকালে টেকনাফ পৌরসভার পানবাজার এলাকায় জেলা পুলিশের উদ্যোগে মাদক, দুর্নীতি, অর্থ ও মানব পাচারবিরোধী সচেতনতামূলক সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, চোরের ১০ দিন গৃহস্থের একদিন। চোর ১০ দিন চুরি করবে কিন্তু একদিন ঠিকই ধরা পড়বেন। ইয়াবা আনবেন, আলিশান বাড়ি করবেন ঠিকই একদিন ধরা পড়বেন।

এ সময় ইয়াবা কারবারিদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য টেকনাফবাসীর প্রতি আহ্বান জানান এসপি। তবে উদ্দেশ্যমূলকভাবে যেন কেউ কাউকে ইয়াবা কারবারি বানানোর চেষ্টা না করেন।

উপস্থিত দর্শকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, স্কুল পরিচালনা কমিটিতে কোনো ইয়াবা ব্যবসায়ী থাকলে তাদের তথ্য দিন। তাদেরকে টেনে নামানোর ব্যবস্থা করা হবে। তাছাড়া কোন চেয়ারম্যান-মেম্বার জনপ্রতিনিধিত্বের দোহাই দিয়ে যদি ইয়াবা ব্যবসা করেন তাহলে তাদেরও রেহাই নেই বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।

সংবাদকর্মীদের উদ্দেশে এসপি বলেন, বেশিরভাগ সংবাদকর্মী ভালো কাজ করছেন, ইয়াবা ব্যবসা বন্ধে কাজ করছেন। তবে দু-একজন আছেন উদ্দেশ্যমূলকভাবে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য অনেক ভদ্রলোককে ইয়াবা ব্যবসায়ী বানিয়েছেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা সমাজের চোখ। আপনাদের কলম দিয়ে যেন কোনো নিরীহ লোক হয়রানি না হয়। তাই আপনারা লেখার সময় যাচাই-বাছাই করে লিখবেন।

Bootstrap Image Preview