Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চলন্ত বাসে চবি ছাত্রীকে জাপটে ধরে হেলপার, উৎসাহ দেয় ড্রাইভার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ০৭:২৬ PM
আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ০৭:২৬ PM

bdmorning Image Preview
প্রতীকী


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকা থেকে নগরের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসে চবির এক ছাত্রী নির্যাতনের শিকার হয়েছেন। বাসের হেলপার তাকে লাঞ্ছিত করে।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম নগরের রিয়াজ উদ্দিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, বৃহস্পতিবার ক্লাস শেষ করে বিকেল ৩টার দিকে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের মূল গেইট থেকে ৩ নং বাসে ওঠেন। বাসটি নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায় পৌঁছুলে ওই ছাত্রী ছাড়া সকল যাত্রী নেমে যান। তিনি নিউমার্কেট মোড়ে নামার জন্য বাসেই অবস্থান করে।

ওই ছাত্রীকে বাসে একা পেয়ে হঠাৎ বাসটি তার রাস্তা বদল করে স্টেশন রোডের দিকে চলতে শুরু করে। তখন মেয়েটি নিরাপত্তার জন্য বাস ড্রাইভারকে বাস থামাতে বলেন। এ সময় বাসের হেল্পার তার কাছে ছুটে এসে তাকে জাপটে ধরে। এ সময় মেয়েটি চিৎকার করতে গেলে তার গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করার চেষ্টা করে হেলপার।

মেয়েটি আত্মরক্ষার্থে তার হাতে থাকা মোবাইল দিয়ে হেল্পারের মাথায় আঘাত করে। তারপর প্রাণ রক্ষার্থে চলন্ত বাস থেকে লাফ দেয়। এরপর এক রিক্সাওয়ালার সাহায্যে শরীরে আঘাতের চিহ্ন নিয়ে বাসায় ফেরেন। ঘটনার সময় ওই বাসের ড্রাইভার হেল্পারকে উৎসাহ দিচ্ছিলেন বলে জানান তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে আজ শুক্রবার কোতয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন বলে জানিয়েছেন ওই থানার ওসি মো. মহসীন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ওই মেয়ের বাবা এবং কোতয়ালি থানার ওসির সঙ্গে আলাপ হয়েছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।

মহসীন বলেন, ওই মেয়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে পুলিশের একটি টিম কাজ করছে। ঘটনায় জড়িতদের খুঁজে শাস্তির আওতায় আনা হবে।

Bootstrap Image Preview