Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘মোদি মোদি’ বলে চিৎকার করলেই খুলে দরজা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ০৩:৪৮ PM
আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ০৩:৪৮ PM

bdmorning Image Preview


এ যেন আলিবাবা চাল্লিশ চোরের মতো গল্প। সেখানে চিচিং-ফাঁক বললেই খুলে যাবে দরজা। বাস্তবেও এমন কাণ্ড ঘটতে পারে, তবে চিচিং-ফাঁক নয়। তার জায়গায় নাকি বলতে হবে মোদি মোদি। তবেই দরজা খুলবে।

ঠিক কী ঘটেছে?

ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার (১১ এপ্রিল)। তার মধ্যেই প্রার্থীদের মনোনয়ন জমা থেকে প্রচার পর্বও চলছে জোরসোরে। কর্মী-সমর্থকরাও নিত্য নতুন উপায়ে নিজের দলীয় প্রচারে নজর কাড়তে ব্যস্ত আমজনতার। এমনই একটি ঘটনা উঠে এসেছে, যা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও।

জানা গেছে, এক ব্যক্তি বাড়িতে ডোরবেলের জায়গায় একটি কাগজ লাগিয়ে রেখেছেন, যেখানে লেখা, ডোরবেল বাজানোর পরিবর্তে ‘মোদি মোদি’ চিৎকার করুন। এই পোস্টার বেশ ভাইরাল হয়েছে।

ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের মুরেইনা এলাকার। ওই ব্যক্তি তার দরজার সামনে লাগানো ওই পোস্টারে লিখে রেখেছেন- ডোরবেল বিকল হয়ে রয়েছে, দয়া করে দরজা খোলানোর জন্য মোদি-মোদি চিৎকার করুন।

রামনগর কলোনির কিছু কিছু ঘরে প্রধানমন্ত্রী মোদির সমর্থনে পোস্টার লাগানো হয়েছে। তাদের মতে, নির্বাচনের মৌসুমে যাতে বিভিন্ন দল এসে তাদের বিরক্ত না করে তাই তারা এই পথ বেছে নিয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রদেশে চার দফায় ভোট গ্রহণ পর্ব চলবে। ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে এবং ১৯ মে এই চারদিন ভোট চলবে। ফলাফল আগামী ২৩ মে।

Bootstrap Image Preview