Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আন্তর্জাতিক বইমেলায় হাজার হাজার কোরআন উপহার দিলো সৌদি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ০১:৪৯ PM
আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ০১:৪৯ PM

bdmorning Image Preview


তিউনিশিয়ার আন্তর্জাতিক বইমেলায় নিজেদের প্যাভিলিয়নে হাজার হাজার কোরআন উপহার দিয়েছে সৌদি আরব।

রাজধানী তিউনিশে এই জনপ্রিয় বার্ষিক উৎসবে সৌদি প্রদর্শন এলাকায় বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। দর্শকরা তাতে অংশ নিয়ে উৎসবে মেতে উঠেছেন।

বিভিন্ন ভাষায় অনুবাদ করা কোরআন শরিফ বিতরণ করেছে বাদশাহ ফাহাদ কমপ্লেক্স। প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মুসলমানদের মাঝে কোরআন ছাপানো, বিতরণ ও শেখানোর কর্মসূচি নিয়েছে।

তিউনিশের বইমেলায় শিশু কর্নারও ছিল আকর্ষণীয়। সেখানে গল্প বলার প্রতিযোগিতা হয়েছে। শিশুরা যাতে নিজেদের বিকাশ করতে পারে, সে জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।

বিজ্ঞানের ক্ষেত্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য সৌদি স্কলারশিপের কথাও প্রচার করা হয়েছে বইমেলায়।

সৌদি প্যাভিলিয়নে আসা দর্শকদের আরবের খেজুর ও কফি দিয়ে স্বাগত জানানো হয়েছে। তারা এ সময়ে সৌদি প্রতিনিধিদের সঙ্গেও আলাপ করার সুযোগ পেয়েছেন।

Bootstrap Image Preview