Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোপালগঞ্জে নির্মাণাধীন ব্রিজের বহু জায়গায় ফাটল

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ১২:৪৪ PM
আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ১২:৪৪ PM

bdmorning Image Preview


৫ বছর আগে গোপালগঞ্জের কোটালীপাড়ার রামশীল ইউনিয়নে রামশীল কলেজ সংলগ্ন ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়। এখনও চলছে এর নির্মাণ কাজ। তবে এরই মধ্যে ব্রিজের রেলিংয়ের বহু জায়গায় ফাটল ধরেছে। চলছে সিমেন্ট বালি দিয়ে রেলিংয়ের ফাটল রিপিয়ারিংয়ের কাজ।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, রামশীল ইউনিয়নে রামশীল কলেজ সংলগ্ন ব্রিজটির নির্মাণ কাজ ৪/৫ বছর আগে শুরু করেন মেসার্স স্বম্পা কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এদিকে ২০১৮ সালে ব্রিজ থেকে পড়ে মোল্লা (২৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়।

রামশীল ইউপি চেয়ারম্যান খোকন চন্দ্র বালা বলেন, আমার ইউনিয়নের মধ্যে এই ব্রিজটির নির্মাণ কাজ চলছে দীর্ঘ ৫ বছর ধরে। অথচ এই কাজের ঠিকাদার বা ম্যানেজার কেউ তাদের কাজ সম্পর্কে আমাকে অবগত করেনি। আমি লোক মুখে শুনে আসছি ব্রিজ থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। ঠিকাদারের নিম্নমানের কাজে এলাকার লোকজনের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে ঠিকাদার প্রতিষ্ঠান ঝালকাঠির মেসার্স স্বম্পা কনস্ট্রাকশনের মালিক জয়ন্ত বাবুর সাথে তার মোবাইলে  যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেনি।

এ ব্যাপারে কোটালীপাড়া এলজিইডি দফতরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আশরাফ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঐ ফাটল ধরা রেলিংগুলো ভেঙ্গে নতুন করে করা হবে। তিনি আরও বলেন, ব্রিজটি নির্মাণে খরচ হবে সাড়ে ৬ কোটি টাকা। 

Bootstrap Image Preview