Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুলিশের পর এবার সাংবাদিকের মোটরসাইকেল চুরি

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ১০:৪২ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ১০:৪২ PM

bdmorning Image Preview
প্রতীকী


কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের পর এবার সাংবাদিকের ১৫০ সিসি পালসার মটরসাইকেল চুরি হয়েছে। এর আগে গত ৬ মাসে থানা পুলিশের তিনটিসহ বেশ কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।

বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এশিয়ান টিভির ভৈরব প্রতিনিধি সজীব আহমেদের মোটরসাইকেলটি তার শহরস্থ ভৈরবপুরের বাসার গ্যারেজ থেকে চুরি হয়।

ঘটনার আধঘণ্টা আগে রাত ৯টায় তিনি মটরসাইকেলটি গ্যারেজে রেখে বাসায় যান। এর কিছুক্ষন পর পাশের এক দোকানদার সজীবকে মোবাইল ফোন করে জানান, মুখ বাধা এক লোক আপনার মটরসাইকোলটি স্টার্ট দিয়ে গ্যারেজ থেকে দ্রুত নিয়ে যাচ্ছে। একথা শুনে সে বাসা থেকে দৌড় দিয়ে গ্যারেজে নেমে দেখেন মোটরসাইকোলটি চোরে নিয়ে গেছে। তৎক্ষণাৎ তিনি ভৈরব থানা পুলিশকে ঘটনাটি জানান এবং রাতেই ভৈরব থানায় একটি জিডি করেন। কিন্ত আজ বৃহস্পতিবার বিকাল পর্যন্ত পুলিশ মটরসাইকেলটি উদ্ধার করতে পারেনি।

গত সেপ্টেম্বর মাসে ভৈরব থানার এসআই অভিজিৎ চৌধুরীর একটি ১৫০ সিসির মোটরসাইকেল ভৈরব থানার গ্যারেজ থেকে চুরি হয়। তারপর থানার সেকেন্ড অফিসার শ্যামল মিয়ার একটি ১৫০ সিসি মোটরসাইকেল গত জানুয়ারি মাসে থানার ভিতর থেকে চুরি হয় এবং পরে তিনি আবার একটি নতুন ১৬০ সিসি মোটরসাইকেল কিনলে এই মোটরসাইকেলটি গত মার্চ মাসে আবারও থানার ভিতর থেকে রাতে চুরি হয়ে যায়।

এমনইভাবে গত এক বছরে ভৈরবে একাধিক মোটরসাইকেল নিরাপদে চুরি হলেও পুলিশ এখনও পর্যন্ত একটি মটরসাইকেল চোরের হাত থেকে উদ্ধার করতে পারেনি। গত ২৩ মার্চ এবিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। একটি শক্তিশালী চোর চক্র একের পর এক মোটরসাইকেল চুরি করলেও চক্রটিকে পুলিশ গ্রেফতার করতে পারছে না।

সাংবাদিক সজীব আহমেদ জানান, প্রতিদিনের মত আমার মোটরসাইকেলটি বাসার গ্যারেজের নিচে রেখে যাওয়ার আধা ঘন্টা পর চুরি হয়ে যায়। খবর শুনে তৎক্ষণাৎ বাসা থেকে বের হয়ে পুলিশকে ঘটনা জানালে এখনও মটরসাইকেলটি উদ্ধার করতে পারেনি।

তিনি বলেন, থানা থেকে খোদ পুলিশের তিনটি মটরসাইকেল ৬ মাসে চুরি হয়েছে কিন্ত একটিও উদ্ধার করতে পারেনি পুলিশ। বিষয়টির ব্যাপারে পুলিশ তৎপর হলেই মটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রকে গ্রেফতার করতে পারবে পুলিশ।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান জানান, মোটরসাইকেল চোর চক্রটিকে ধরতে পুলিশ কাজ করছে। সাংবাদিক সজীবের মটরসাইকোলটি উদ্ধারের জন্য পুলিশের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview