Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যা নিয়ে যাওয়া যাবে না ‘মঙ্গল শোভাযাত্রায়’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৯:৩৭ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০৯:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নিরাপত্তার কথা চিন্তা করে মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা ও বাঁশি বাজানোর উপর আগেই  নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এবার বেধে হয়েছে আরো কিছু নিয়ম। বেধে দেয়া এ নিয়মে মঙ্গল শোভাযাত্রায় অনেক কিছু নিয়েই উপস্থিত হতে পারবে না সাধারণ মানুষ।

এ বিষয়ে মিন্টু রোডের ডিএমপির মিডিয়া সেন্টারের আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে করেন ডিএমপি কমিশনার মো.আছাদুজ্জামান মিয়া।

সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, পহেলা বৈশাখের দিনে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্রসরোবর, হাতিরঝিলসহ ঢাকার যে স্থানগুলোতে পহেলা বৈশাখের দিনে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তার সব জায়গাতে উপস্থিত থাকবে পর্যাপ্ত সংখ্যক পোশাকে ও সাদা পোশাকে পুলিশ।

এছাড়া পাশাপাশি প্রস্তুত থাকবে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডিবি ও সিটিটিসি’র সদস্যরা। তাছাড়া রমনা পার্ক, রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল এলাকায় থাকবে নৌ পুলিশ ও ডুবরী দল। 

এ সময় ডিএমপি কমিশনার বিশেষ জোড় দিয়ে সাংবাদিকদের জানান, এবারো প্রতি বছরের মত একই রুটে ‘মঙ্গল শোভাযাত্রা’ অনুষ্ঠিত হবে। যে পথ বা রুট দিয়ে শোভাযাত্রা যাবে তা পুরোপুরি ভাবে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। পথিমধ্যে  মঙ্গল শোভাযাত্রায় কেউ প্রবেশ করতে পারবে না। কোন প্রকার বাণিজ্যিক ব্যানার নিয়ে কেউকে অংশগ্রহণ করতে দেয়া হবে।

তিনি আরো জানান, কোন প্রকার ব্যাগপ্যাক, ট্রলি ব্যাগ, বড় ভ্যানিটি ব্যাগ, হ্যান্ড ব্যাগ, ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র, দাহ্য পদার্থ, ব্লেড, নেল কাটার সঙ্গে নিয়ে আসা যাবে না। তবে মহিলারা ছোট হ্যান্ড পার্স নিয়ে আসতে পারবেন।

পহেলা বৈশাখের দিন মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না। বাঁশিও বাজানো যাবে না। এদিন বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা ছয়টার মধ্যে শেষ করতে হবে এবং সারাদেশ কঠোর নিরাপত্তায় থাকবে। বুধবার (৩ মার্চ) সচিবালয়ে আয়োজিত পহেলা বৈশাখ নিয়ে নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসব কথা বলেন।

Bootstrap Image Preview