Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘বিজেপিকে একটিও ভোট দেবেন না’, আত্মহত্যার আগে লিখে গেলেন কৃষক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৯:১৬ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০৯:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বার জেলায় একজন কৃষক ঋণ শোধ করতে না পেরে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে তিনি সুইসাইড নোট লিখে গেছেন। আর তাতে বিজেপির ঘোর বিরোধিতা করা হয়েছে।

জানা গেছে, ওই কৃষকের মরদেহের পাশ থেকে উদ্ধার করা সুইসাইড নোটে লেখা আছে, 'বিজেপিকে একটিও ভোট দেবেন না। শেষ পাঁচ বছরে বিজেপি কৃষকের জীবন শেষ করে দিয়েছে। বিজেপিকে কেউ ভোট দেবেন না। বিজেপি সরকারের জন্য কৃষকদের আজ এই অবস্থা।'

ঘটনাটি ঘটেছে হরিদ্বারের লুকসার গ্রামে। ঈশ্বরচন্দ্র শর্মা নামের ওই কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, ওই কৃষকের মরদেহের পাশ থেকে সুইসাইড নোটটি পাওয়া গেছে। সেই নোটে অজিত সিং রাঠি নামে একজন লোন এজেন্টের কথা উল্লেখ রয়েছে।

অভিযোগ উঠেছে, অজিত ওই কৃষককে দ্রুত ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে একটি ফাঁকা চেক নেন। পরে সেই চেকের মাধ্যমে সব টাকা তুলে নেন।

Bootstrap Image Preview