Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভাণ্ডারিয়ায় ১০ লাখ টাকার চিংড়ি রেনু পোনা ছিনতাই

রবিউল হাসান মনির, পিরোজপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৯:০১ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ১০:০৪ PM

bdmorning Image Preview


পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পিকআপভ্যান আটকে ১০ লাখ টাকার চিংড়ি রেনু পোনা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোররাতে ভাণ্ডারিয়া মঠবাড়িয়া সড়কের চরখালী সংলগ্ন হেতালিয়া সেতুর কাছে একদল দুর্বৃত্ত এ ছিনতাইয়ের ঘটনা ঘটায়। পাথরঘাটার চরদুয়ানী থেকে সরবরাহের জন্য ওই রেনু পোনা বাগেরহাটের উদ্দেশ্যে যাচ্ছিল।

থানা, স্থানীয় সূত্র ও ছিনতাইকৃত রেনু পোনার মালিক চরদুয়ানী গ্রামের মো. উজ্জল জানায়, বৃহস্পতিবার ভোররাতে পাথরঘাটার চরদুয়ানী থেকে ড্রামভর্তি ১০ লাখ টাকার চিংড়ি রেনু পোনা নিয়ে পিকআপভ্যান বাগেরহাট যাচ্ছিল। পথে ভোর ৫টার দিকে ভাণ্ডারিয়া উপজেলার হেতালিয়া সেতুর কাছে পৌঁছলে উপজেলার গৌরিপুর গ্রামের শহীদুল ইসলাম ও চরখালী গ্রামের আতিক হালাদারের নেতৃত্বে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত পূর্ব পরিকল্পিতভাবে পোনাভর্তি পিকআপ ভ্যানের গতি রোধ করে রেনু পোনাভর্তি ড্রামগুলো লুটে নেয়। পরে পার্শ্ববর্তী খালে অপেক্ষমান বেলালের ট্রলারে তুলে পালিয়ে যায়।

পাথরঘাটার চরদুয়ানী বন্দর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি ও আড়তদার মো. খলিলুর রহমান বলেন, রেনু ছিনতাইয়ের বিষয়ে মৌখিক খবর পেয়ে পরে নিশ্চিত হয়েছি। এবং এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভান্ডারিয়া থানার ওসি মো. শাহাবুদ্দীন জানান, রেনু পোনা ছিনতাইয়ের মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ভূক্তভোগি মৎস্য ব্যবসায়ির পক্ষ হতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview