Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে ব্রিটিশদের: পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৭:৫৫ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০৭:৫৫ PM

bdmorning Image Preview


জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ও বাংলার দুর্ভিক্ষের কারণে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের কাছে ব্রিটিশদের ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। 

বৃহস্পতিবার টুইটারের এক পোস্টে এই কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ও বাংলার দুর্ভিক্ষ সংঘটিত হওয়ার কারণে ব্রিটিশদের ক্ষমা চাইতে হবে। ব্রিটিশদের এই ট্রাজেডিগুলো ক্ষতচিহ্নের মতো। যেখানেই থাকুক হীরকখন্ড 'কোহিনুর’ লাহোর জাদুঘরে ফিরে আসতে হবে।’ 

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর ওই পোস্টে তাদেরও ক্ষামা চাইতে আহ্বান জনিয়েছেন ওমর সেলিম নামে পাকিস্তানের এক লেখক।

তিনি লিখেছেন, ১৯৭১ সালে পাকিস্তানের সেনাবাহিনী এবং নেতারা বাংলাদেশে যে ট্রাজেডি ঘটিয়েছে তার জন্য ক্ষমা চাওয়া উচিত।

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড (অমৃতসর হত্যাকাণ্ড) ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অন্যতম কুখ্যাত গণহত্যা। ১৯১৯ সালের ১৩ এপ্রিল অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই শহরের জালিয়ানওয়ালাবাগ নামক একটি বদ্ধ উদ্যানে সমবেত নিরস্ত্র জনগণের উপর গুলিবর্ষণ করা হয়েছিল।

Bootstrap Image Preview