Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারীদের বোরকার আড়ালে থাকা মুখ পরীক্ষা করা হচ্ছে না, অভিযোগ বিজেপির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৭:০০ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০৭:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১ আসনে ভোট দিচ্ছেন দেশটির জনগণ। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ইতিমধ্যেই ভোটে সংঘর্ষ ও কারচুপি নিয়ে অভিযোগ তুলেছেন বড় দলগুলো।

কেন্দ্রে নারী ভোটারদের বোরকার আড়ালে থাকা মুখ পরীক্ষা করা হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উত্তরপ্রদেশের মুজফফরনগরের এই প্রার্থীর অভিযোগ, নারীদের বোরকার আড়ালে থাকা মুখ পরীক্ষা করা হচ্ছে না। ভুয়া ভোটিং চলছে বলেও দাবি করেন ৪৬ বছরের এই নেতা। ভোটকেন্দ্রে কোনো নারী নিরাপত্তা বাহিনী নেই বলেও তার অভিযোগ।

১৭তম লোকসভার ২৯টি প্রদেশের ৫৪৩টি আসনের সাত ধাপের নির্বাচনী তফসিল ঘোষিত হয়েছে। এবার প্রায় ৯০ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত চলবে এই নির্বাচন। এর মধ্যে ১১ এপ্রিল ৯১টি, ১৮ এপ্রিল ৯৭টি, ২৩ এপ্রিল ১১৫টি, ২৯ এপ্রিল ৭১টি, ৬ মে ৫১টি, ১২ মে ৫৯টি এবং ১৯ মে ৫৯টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ২৩ মে।

দেশের সবচেয়ে বড় রাজ্য  উত্তরপ্রদেশেও ভোট আজ। আটটি আসনে ভোট দেবে উত্তরপ্রদেশ। মুজফফরনগর থেকে ভোটে লড়ছেন আরএলডি-র প্রধান অজিত সিং। বাঘপত কেন্দ্রে কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিংয়ের বিরুদ্ধে লড়ছেন তার ছেলে।

মহারাষ্ট্রে ভোট সাতটি আসনে। বিহারে  চারটি আসনেও ভোট। কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ান আছেন তারকা প্রার্থীদের মধ্যে।

অরুণাচল প্রদেশের দুটি এবং আসামের পাঁচটি আসনে ভোট হচ্ছে আজ। আসামে কিরেণ রিজিজুর পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে গৌরব গগৈয়ের কেন্দ্রেও আজ ভোট হবে। ছত্তিশগড়ের বস্তার কেন্দ্রেও আজ ভোট। মাত্র দুদিন আগে মাওবাদীদের হানায় বিজেপি বিধায়ক সহ কয়েকজনের মৃত্যু হয়েছে এখানে।

Bootstrap Image Preview