Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে ভোট দিলেন বিশ্বের সবচেয়ে খর্বকায় নারী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৫:৪৯ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০৫:৪৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটদান যেন এক মহোৎসব। আর ভারতের সেই ভোটের মহোৎসবে সামিল হলেন বিশ্বের খর্বকায় নারী। এবার প্রথম ভোটদান করলেন ২৫ বছর বয়সী জ্যোতি আমগে। সবচেয়ে অবাক করা বিষয় হলো তাঁর উচ্চতা মাত্র ২ ফুট ০.৬ ইঞ্চি।

ভারতের মহারাষ্ট্রের নাগপুরের এক বুথে বাবা-মায়ের সঙ্গে এসে ভোট দিলেন জ্যোতি। উচ্চতা কম হলেও ভোট দিতে কোনো অসুবিধা হয়নি তাঁর। ভোট দেওয়ার পর টেবিলের ওপর দাঁড়িয়ে পড়েন ছবি তুলতে।

এবার নির্বাচনে প্রথম দফায় তিনি তাঁর প্রথম ভোট দিলেন। জ্যোতি আমগে নাগপুরে জন্মগ্রহণ করেন। এই কেন্দ্রের বর্তমান সাংসদ কেন্দ্রীয়মন্ত্রী নীতিন গড়করি। তাঁর কেন্দ্রে এবার ভোট দিলেন বিশ্বের খর্বকায় নারী।

ভোট দেওয়ার জন্য বৃহস্পতিবার সকাল সকাল তিনি ভোটকেন্দ্রে পৌঁছে যান। জীবনের প্রথম ভোট বলে কথা। এরপরই তাঁর পছন্দের প্রার্থীকে ভোট দেন জ্যোতি।

হতে পারেন তিনি বিশ্বের খর্বকায় মহিলা। কিন্তু তাঁর জনপ্রিয়তা এখন দেশ ছাড়িয়ে বিদেশেও চলে গিয়েছে। একজন সেলিব্রেটির মর্যাদা পান জ্যোতি।

২০০৯ সালে 'বডি শক: টু ফুট টল টিন' নামে এর ডকুমেন্টারি হয় তাঁকে নিয়ে। তাঁর ১৮তম জন্মদিনে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে বিশ্বের সবচেয়ে খর্বকায় মহিলা হিসেবে তাঁর নাম ওঠে। এরপর ভারতীয় টেলিভিশন শো- 'বিগ বসে'র 'সিজন সিক্স'-এ তিনি অতিথি হিসেবে উপস্থিত হন। এছাড়া 'আমেরিকান হরর শো: ফ্রিক শো'-এর 'সিজন ফোর'-এ তিনি অংশ নেন।

Bootstrap Image Preview