Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২৬ মে মমতা দিদির মৃত্যুঘণ্টা বাজবে: অমিত শাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৫:৪০ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০৫:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরে উদ্দেশে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন, দিদি যত অত্যাচার করার করে নিন, ২৬ মে মৃত্যুঘণ্টা বাজবে। ২৩টি আসন বিজেপি জেতার পর আপনার দিন শেষ হবে। আজ রায়গঞ্জে এসেছি। এখানে তুলাইপাঞ্জি চাল বিশ্বজুড়ে প্রসিদ্ধ। কিন্তু বর্তমানে বাংলার শিল্প ধ্বংস করে দিয়েছেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) উত্তর দিনাজপুরের রায়গঞ্জে দলীয় প্রার্থীর প্রচারে গিয়ে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

অমিত শাহ বলেন, মে মাসে পুরো দেশে নির্বাচন হতে চলেছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে কলকাতায় ঘুরে এসেছি, যেখানেই গিয়েছি, সব জায়গায় একটাই আওয়াজ আসছে, মোদি, মোদি। গোটা দেশ সিদ্ধান্ত নিয়েছে, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। উন্নতির জন্য গোটা দেশ চাইছেন মোদিকে।

তিনি বলেন, বাংলায় দু’টি কারণে মোদিকে চাই। দেশের উন্নতি করতে পারেন একমাত্র মোদিই। আর মমতার সন্ত্রাস থেকে মোদিই বাঁচাতে পারেন। পুরো দেশে মোদিজিকে চাইছে। দেশের উন্নয়ন করতে হবে এবং বাংলাকে জঙ্গলরাজ থেকে মুক্তি দিতে পারেন একমাত্র নরেন্দ্র মোদি।

বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, তৃণমূল কংগ্রেসের নাম টিএমসি কেন জানেন? টি অর্থাৎ তোষণ। বাংলাদেশের অনুপ্রবেশকারীদের তোষণ করেছে সরকার। এম অর্থাৎ মাফিয়া। বাংলার মানুষকে নির্যাতন করছে গুন্ডারা। সি অর্থাৎ চিটফান্ড। হাজার হাজার কোটি টাকা খেয়ে নিয়েছে চিটফান্ড। রায়গঞ্জ থেকে কলকাতা পর্যন্ত লাইন লেগে যাবে চিটফান্ডের প্রতারিতদের। চিটফান্ডের পয়সা হজম করতে পারবেন না মমতা। এটা গরিবদের কষ্টের উপার্জন। তাদের মনোবেদনা টিএমসিকে ছাড়বে না।

তিনি বলেন, মা-মাটি-মানুষ স্লোগান দিয়েছিলেন মমতা। মা থেকে মমতা চলে গেছে। মাটি অনু্প্রবেশকারীদের বেচে দিয়েছেন। মানুষ টিএমসি’র গুন্ডাদের দ্বারা অত্যাচারিত। আপনাদের প্রতিশ্রুতি দিতে এসেছি, অসমের মতো বাংলাতেও এনআরসি আনব। যত ক্ষমতা আছে, আটকে দেখাও। এক একজন অনুপ্রবেশকারীকে বাংলার খাঁড়িতে ফেলব।

অমিত শাহ বলেন, বাংলায় দুর্গাপূজা হবে না তো কি পাকিস্তানে হবে? এমন বাংলা চাই না। বসন্ত পঞ্চমীতে স্বরস্বতী পূজা শুরু করেছিলেন গুরুদেব। বিশ্বকে সর্বোত্কৃষ্ট শিল্পী বাংলা দিয়েছে। আজ সরস্বতী পূজা করলে টিএমসি’র গুন্ডারা মারপিট করছে। বাংলায় স্বরস্বতী পূজা, রাম নবমী নির্বিঘ্নে করতে চাইলে বাংলার সরকারকে ফেলে দিন।

তিনি আরও বলেন, রাজেশ ও তাপসের দোষ ছিল তারা উর্দুতে নয়, বাংলায় পড়তে চেয়েছিলেন। কী ভাষায় পড়তে চান আপনারা? সভা থেকে সমস্বরে আওয়াজ আসে, বাংলা। অমিতের অভিযোগ, গোটা বাংলায় উর্দু চাপিয়ে দিতে চান মমতা।

Bootstrap Image Preview