Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরিত্যাক্ত ও ঝুঁকিপূর্ণ ভবনে প্রাথমিক বিদ্যালয়ে চলছে পাঠদান

রবিউল হাসান মনির, পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৫:৩৮ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০৫:৩৮ PM

bdmorning Image Preview


কাউখালীর ৪২নং পূর্ব শিয়ালকাঠী হাজিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিয়ালকাঠী মোল্লারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চলছে চরম ঝুঁকিপূর্ণ ও পরিত্যাক্ত ভবনে। অভিভাবকরা অভিযোগ করেন বারবার কর্তৃপক্ষকে জানানোর পরেও তাদের ছেলে-মেয়েদের জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে পাঠাতে হচ্ছে।

এ বিদ্যালয় দু'টির ভবনগুলো বহু আগে থেকে জরাজীর্ণ, পাঠদানের অনুপোযোগী হয়ে পড়েছে। ভবনগুলো পলেস্তার, বিম, খসে খসে পড়েছে। যে কোন সময় বিম ও পলেস্তা খসে পড়ার আশঙ্কা রয়েছে।

বিদ্যালয় দু'টিতে ছাত্র-ছাত্রীর উপস্থিতির হার খুবই কম। ক্রমেই আরও কমে যাচ্ছে উপস্থিতি। অভিভাবকরা ভয়ে ও শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্কে তারা বিদ্যালয় যাওয়া আসা বন্ধ করে দিয়েছে। ফলে প্রতিদিনিই ছাত্র-ছাত্রীর সংখ্যা কমে গিয়ে ৩৮ জনে দাড়িয়েছেন বলে জানিয়েছেন পূর্ব শিয়ালকাঠী বিদ্যালয়ের সহকারি শিক্ষক সোহেল হোসেন তালুকদার।

অপরদিকে, মোল্লারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থাও ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে পাঠদানের শিক্ষার্থীরা সংখ্যা একেবারে হাতে গোনা কয়েকজনে এসে দাড়িয়েছে। উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে ৫টি। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে পূর্ব শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোল্লারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, দত্তেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, শীর্ষা আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিরাপাড়া কে.এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ সকল ভবনগুলো মাত্র এক দেড়যুগ পূর্বে নির্মাণ হলেও নিম্নমানের কাছ থাকায় এবং কর্তৃপক্ষের কোন তদারকি না ও উদাসিনতার কারণে ভবনগুলোর এই বেহাল দশা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহামদ জানান, উপজেলার অধিক ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোর নির্মাণের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও কাঠ ও টিন সেট ভবনগুলো পূর্ণঙ্গভবন করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবহিত করা হয়েছে।

Bootstrap Image Preview