Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোটকেন্দ্রে ইভিএম তুলে আছাড় মারলেন প্রার্থী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০২:৩৩ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০২:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে এক প্রার্থী ইভিএম আছাড় মেরে ফেলে দিয়েছেন মাটিতে। এর জেরে তাকে গ্রেফতার করলো পুলিশ। 

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্টাকাল বিধানসভা কেন্দ্রের একটি বুথে এই ঘটনা ঘটেছে।

ভোট দিতে বুথে ঢুকেই হারান বিধান সভায় জনা সেনার প্রার্থী মধুসুদন গুপ্ত। ভোট দিতে গিয়ে দেখেন ইভিএম-এ লোকসভা ও বিধানসভা কেন্দ্রের নাম ঠিক মতো বোঝা যাচ্ছে না। এ নিয়ে বাকবিতণ্ডায় জড়ান পোলিং অফিসারদের সঙ্গে। শেষ পর্যন্ত ইভিএম তুলে আছাড় মারেন মাটিতে। সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের প্রথম দফায় ১৭৫ আসনের অন্ধ্র বিধানসভা ও ২৫ আসনে লোকসভার ভোটগ্রহণ করা হচ্ছে। সকালে বিধানসভার বহু কেন্দ্রে ইভিএম বিকল হয়ে যায়। এতে বহু জায়গায় ইভিএম ভেঙে দেন ক্ষুব্ধ ভোটাররা।

এবার অন্ধ্র প্রদেশের ভোটার সংখ্যা ৩ কোটি ৯৩ লাখ ৪৫ হাজার ৭১৭ জন। বিধানসভায় ২ হাজার ১১৮ ও লোকসভায় ৩১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Bootstrap Image Preview