Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুসলিমদের ‘‌সবুজ জীবাণু’‌ বলে বিতর্কে ‌যোগী আদিত্যনাথ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ০৯:২১ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ০৯:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আবারও বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এলেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন মুসলিম লিগ ‘‌গ্রীন ভাইরাস’‌র মতো এবং হিন্দু-মুসলিম ভোটাররা ‘‌আলি-বজরং বলি’‌ প্রতিযোগিতায় নেমেছে। 

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানান, বিরোধীদের আলির ওপর ভরসা থাকলে, বিজেপির ভরসা বজরং বলিতে। তিনি সপা, বসপা এবং কংগ্রেসকে কাঠগড়ায় তুলে জানান, ভারতে ‘‌সবুজ জীবাণু’‌ ছড়ানোর পেছনে এই তিন দল মুখ্য ভূমিকা পালন করছে। 

আদিত্যনাথ বলেন, ‘‌কংগ্রেস, সপা, বসপার যদি আলিত বিশ্বাস থাকে, তো আমাদেরও বজরং বলিতে বিশ্বাস রয়েছে। এরাই মুসলিম লিগের মতো সবুজ জীবাণুদের সঙ্গ দেয়। এই মুসলিমরাই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। অখিলেশ এবং মায়াবতী দু’‌জনেই মুসলিম কার্ড নিয়ে খেলছেন। হিন্দুদের বিজেপি ছাড়া আর কোনও বিকল্প নেই।’‌ 

তিনি আরও বলেন, ‘মায়াবতী মুসলিমদের কাছে আবেদন করেছেন যে ভোট বিভক্ত না করে তাদের জোটকেই ভোট দিক মুসলিমরা। কিন্তু হিন্দুদের কাছে বিজেপি ছাড়া অন্য কোনও বিকল্প খোলা নেই। বিরোধীদের জানা উচিত বজরং বলির অনুগামীরা বিজেপি ছাড়া কাউকে ভোট দেবেন না।’‌

Bootstrap Image Preview