Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কেরাম খেলা নিয়ে সংঘর্ষে নিহত এক, ২৫০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ০৯:১৭ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ০৯:১৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


হবিগঞ্জের বাহুবললে কেরাম বোর্ড খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে জহুর আলী (৬০) নামে ১ ব্যক্তি নিহত ও ২০ জন আহত হয়েছে।  নিহত জহুর আলী উপজেলার লামাতাশী ইউনিয়নের দ্বিমুড়া গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় ফের উত্তেজানার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জান যায়, সোমবার রাতে উপজেলার বশীনা বাসস্ট্যান্ড এলাকার একটি চা দোকানে কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে দ্বিমুড়া গ্রামের জহুর আলীর সাথে কথাকাটাকাটি হয় পার্শ্ববর্তী বশীনা গ্রামের এক ব্যক্তির।

এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দুই গ্রামের লোকজন সেখানে জড়ো হলে তাদের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে জহুর আলীসহ অন্তত ২০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় জহুর আলীকে সিলেট প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

এ ঘটনার প্রেক্ষিতে সোমবার রাতেই বাহুবল মডেল থানার এসআই সহিদুল ইসলাম বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখসহ উভয় পক্ষের অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ মামলায় ৬ জনকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। গ্রেফতারকৃতরা হলো-উপজেলার বশিনা গ্রামের ইছার উদ্দিন-এর পুত্র তাজ উদ্দিন (৩৪), মোঃ সামছুল হক-এর পুত্র মারুফ মিয়া (২৪), মৃত ইদ্রিছ আলী-এর পুত্র তাহের আলী (৫৫), মৃত আনছব উল্লা-এর পুত্র মোঃ আব্দুল আলী (৪৫), মৃত আব্দুন নূর-এর পুত্র মকছুদ আলী (৫৮), আব্দুস ছাত্তার-এর পুত্র আব্দুল কাদির (৩০)।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার (ওসি) মোঃ মাসুক আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Bootstrap Image Preview