Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাপাহারে অতিথি পাখি শিকারিকে ১০ হাজার টাকা জরিমানা 

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ০৪:২১ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ০৪:২১ PM

bdmorning Image Preview


নওগাঁর সাপাহারে জলিল উদ্দীন (২৬) নামে এক অতিথি পাখি শিকারিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) নির্বাহী অফিসারের কার্যালয়ে পাখি শিকারির বিরুদ্ধে এ জেল-জরিমানার রায় হয়। আটককৃত উপজেলার মালিপুর গ্রামের জালাল উদ্দীনের পুত্র জলিল উদ্দীন।

জবই বিল জীব বৈচিত্র্য কমিটির সভাপতি সোহানুর রহমান সবুজ বলেন, মঙ্গলবার বিকেলে ঐতিহাসিক জবই বিল এলাকায় মালিপুর গ্রামের কয়েকজন পাখি শিকারি ইয়ারগান (বন্দুক) দিয়ে পাতিসরি নামক বেশ কয়েকটি পাখি শিকার করে বাড়ি নিয়ে যায়। এই সংবাদ পেয়ে জবই বিল জীব বৈচিত্র্য সংরক্ষণ কমিটির সদস্যরা তাদের উদ্দেশে ওই মালিপুর গ্রামে গেলে জলিল উদ্দীন নামের এক শিকারিকে পেয়ে যায়।

তিনি বলেন, জলিল উদ্দীন তার বাসায় দুটি পাতিসরি পাখি কেটে লোম উঠাচ্ছিল সঙ্গে সঙ্গে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার পাখি শিকারিকে নির্বাহী অফিসারের কার্যালয়ে ডেকে পাঠালে সন্ধ্যায় অতিথি পাখিসহ সেখানে উপস্থিত হয় পাখি শিকারি আব্দুল জলিল। সেখানে অর্থদণ্ড অনাদায়ে এক মাসের জেল দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী বলেন, অতিথি পাখি শিকার করা দণ্ডনীয় অপরাধ। তাই পাখি শিকারিকে বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮ ধারায় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল দেওয়া হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জীব বৈচিত্র্য কমিটির সহসভাপতি মামুন হোসেন, জবই বিল মৎস্য সমবায় সমিতির সভাপতি বকুল হোসেন প্রমুখ।

Bootstrap Image Preview