Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভিজিডি চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ১১:৪৬ AM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১১:৫১ AM

bdmorning Image Preview


দুস্থ নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডি চাল আত্মসাতের অভিযোগে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৩নং আলীহাট ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল বাবুকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর বাজার থেকে তাকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, ইউপি চেয়ারম্যান গোলাম রসুল খাদ্যগুদাম থেকে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের ৬৯৮ জন ভিজিডি কার্ড ভোগীর চাল উত্তোলন করেন। সবার জন্য প্রতি মাসে বরাদ্দ ৩০ কেজি চাল। কিন্তু চেয়ারম্যান মঙ্গলবার (৯ এপ্রিল) ভুক্তভোগীদের মাঝে শুধু জানুয়ারি মাসের চাল বিতরণ করেন।

কিন্তু ফেব্রুয়ারি মাসের চাল বিতরণ করা হয়নি এমন অভিযোগ পেয়ে রাত ৮টার দিকে ইউনিয়ন পরিষদে গেলে ফেব্রুয়ারি মাসের চালের কোনো হদিস দিতে পারেননি তিনি। পরে চাল আত্মসাতের অভিযোগ এনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা লস্কর গোলাম রসুলের বিরুদ্ধে মামলা করেন। 

হাকিমপুর থানার কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুস্থদের চাল আত্মসাতের অভিযোগে তাকে আটক করা হয়েছে।

Bootstrap Image Preview