Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে আগামীকাল শুরু হচ্ছে ‘ভোটযুদ্ধ’ 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ১০:০১ AM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১০:০১ AM

bdmorning Image Preview


বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে ভোটযুদ্ধ শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। সাত পর্বের নির্বাচনের প্রথম ধাপে ২০ টি রাজ্যের ৯১টি আসনে ভোটগ্রহণ হবে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকাল পাঁচটার পর থেকে সব আসনে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। এবারের নির্বাচনে ৯০ কোটি ভোটার ভোট দেবেন।

বিবিসি সূত্রে জানা যায়, সাত ধাপে মোট ৫৪৩ আসনে জয়ের জন্য লড়বেন প্রার্থীরা। সরকার গড়তে দল বা জোটকে ২৭২ আসন পেতে হবে। নির্বাচন শুরুর দুইদিন আগে করা চারটি জরিপের ফল বলছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবারের নির্বাচনে সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেতে পারে। ৫৪৩ আসনের মধ্যে ২৭৩ আসনে জয় পেতে পারে তারা।

এদিকে রাজনৈতিক নেতারা প্রথম ধাপের ভোটের আগে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন ভোটারদেরকে বিজেপিতে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেছেন, নতুন ভোটাররা বিজেপিকে ভোট দিলে দেশ শক্তিশালী হবে। এবার ভারতে প্রায় সাড়ে আট কোটি নতুন ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন।

আগামীকাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে- উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, অরুণাচল, আসাম, বিহার, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মির, মহারাষ্ট্র, মনিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, সিকিম, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরখন্ড, পশ্চিমবঙ্গ, আন্দামান-নিকোবার দ্বীপপুঞ্জ এবং লক্ষ্যদ্বীপের এই আসনগুলোতে গতকাল প্রচারণা শেষ হয়েছে। 

এবারের লোকসভা নির্বাচনে এখন পর্যন্ত ভালো অবস্থানে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। গতকাল প্রকাশিত চারটি জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। এবার তারা ২৭৩ আসনে জয় পেতে পারে। গত লোকসভা নির্বাচনে এই জোট ৩৩০ আসনে জয় পেয়েছিল।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত চারদিনে করা জরিপে দেখা গেছে পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর হামলার পর মোদির জনপ্রিয়তা বেড়েছে।

সিভোটার জরিপে বলা হয়েছে, এনডিএ জোট ২৬৭ আসনে জয় পাবে, আর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ১৪২ আসন পাবে। বাকি দলগুলো ১৩৪ আসনে জয়ী হবে। ইন্ডিয়া টিভি-সিএনএক্স-এর জরিপে এনডিএ ২৭৫, ইউপিএ ১৪৭, অন্যান্য ১২১, সিএসডিএস-লোকনীতি জরিপে এনডিএ ২৬৩-২৮৩, ইউপিএ ১১৫-১৩৫, অন্যান্য ১৩০-১৬০।
 
টাইমস নাও-ভিএমআর জরিপে বলা হয়েছে, এনডিএ ২৭৯, ইউপিএ ১৪৯ এবং অন্যান্য ১১৫ আসনে জয়ী হতে পারে। তবে জরিপই শেষ কথা নয়। কোন দল জিতবে তা জানা যাবে ভোট গণনার দিন।

Bootstrap Image Preview