Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে বিআরটিএ অফিসে দুদকের হানা, আটক ১

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ১০:২৭ PM
আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ১০:২৭ PM

bdmorning Image Preview


হবিগঞ্জ বিআরটিএ অফিসে হানা দিয়েছেন দুদকের কর্মকর্তারা। এসময় জসিম উদ্দিন (২৯) নামক এক দালালকে আটক করে কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত বিআরটিএ কার্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন আরাফাত ও হবিগঞ্জ দুদকের কর্মকর্তা অসীম কুমার সাহা'র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

আটককৃত দালাল জসিম উদ্দিন শহরতলীর বড় বহুলা গ্রামের আব্দুল মন্নানের পুত্র। সে দীর্ঘদিন ধরে বিআরটিএ অফিসে দালালি করে আসছে বলে অভিযোগ রয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন আরাফাত জানান, বেশ কিছুদিন যাবত হবিগঞ্জ বিআরটিএ'র কার্যালয়ে দালালদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ জমা পড়ছে। 

এরই পরিপ্রেক্ষিতে আজ ওই অফিসে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে জসিম উদ্দিন নামে এক দালালকে হাতে নাতে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

হবিগঞ্জ বিআরটিএ অফিসকে দালালমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


 

Bootstrap Image Preview