Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পার্বতীপুরে সপ্তাহব্যাপী ভূমি সেবা ও উন্নয়ন কর মেলা শুরু আগামীকাল

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০৮:২৭ PM
আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০৮:২৭ PM

bdmorning Image Preview


দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে সপ্তাহব্যাপী ভূমি সেবা ও ভূমি উন্নয়ন কর মেলার আয়োজন করা হয়েছে।

ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলার আয়োজন উপলক্ষে মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময়ের আয়োজন করা হয়।  

আগামী ১০ এপ্রিল হতে শুরু হয়ে ১৬ এপ্রিল পর্যন্ত এ সেবা সপ্তাহ পালিত হবে। পুরো সপ্তাহ জুড়ে উপজেলা ভূমি অফিসসহ ১০টি ইউনিয়নের ভূমি অফিসে স্বল্প সময়ে ই-মিউটেশন, ই-কর সেবা, নামজারী, খাসজমি ও কবুলীয়ত প্রদান করা হবে।

সেবা সপ্তাহ সফল করতে পার্বতীপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভূমি অফিসের বিভিন্ন সেবার বিষয়ে ব্যানার, ফেস্টুন, মাইকিং ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রচার চালানো হবে।

এছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য 'ভূমি সেবা ও জনগণের প্রত্যাশা' শীর্ষক রচনা প্রতিযোগীতার আয়োজন করা হবে।

মতবিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হক ও সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মো: সামসুজ্জামান সাংবাদিকদের এসব কর্মসূচির কথা জানান।

সহকারী কমিশনার (ভূমি) বলেন, দেশের বিভিন্ন উপজেলা ভূমি অফিসে এসব ভূমি সেবা ইতিপূর্বে চালু করা হলেও পার্বতীপুরে এবারেই প্রথম ই-মিউটেশন, ই-কর সেবাসহ অন্যান্য ডিজিটাল সেবা সমূহ চালু করা হচ্ছে। গতিশীল ও দ্রুত ভূমিসেবা প্রদানই এ সপ্তাহ পালনের উদ্দেশ্য।

উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।  

Bootstrap Image Preview