Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাদ্রাসা শিক্ষকের ওপর দুর্বৃত্তের হামলা, হাসপাতালে ভর্তি

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০৫:৪৪ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১০:১২ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর খেপুপাড়া নেছার উদ্দিন সিনিয়র ফাজিল মাদ্রাসার গণিতের শিক্ষক জাকির হোসেনের (৩০) ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৯ এপ্রিল) সরকারি মোজাহার বিশ্বাস কলেজের পিছনের সড়কে এ হামলার ঘটনা ঘটে। এতে ওই শিক্ষকের বাম পা ও মাথা গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, কলেজের পিছনের সড়ক দিয়ে শিক্ষক জাকির ও কয়েকজন শিক্ষার্থী  মাদ্রাসার দিকে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে মোটরসাইকেলে আসা তিন যুবক রানা (২৮), রায়হান (৩০) ও নাদিম (২৮) তার উপর লোহার এঙ্গেল, রেঞ্জ ও হাতুড়ি দিয়ে অতর্কিত হামলা চালায়।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. আশ্রাফুল ইসলাম বলেন, শিক্ষক জাকিরের দুই পা, হাটু ও মাথায় গুরুতর জখম হয়েছে। সিটিস্ক্যান রিপোর্ট পেলে বোঝা যাবে আঘাত কতটা গুরুতর।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

হামলার ঘটনা শুনে হাসপাতালে আসেন কলাপাড়া উপজেলা চেয়্যারমান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান, মাদ্রাসার অধ্যক্ষ আবদুল কাইয়ুমসহ বিভিন্ন স্কুল মাদ্রসার শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি ও খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুর রহিম বলেন, এটা আসলেই দুঃখজনক ঘটনা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

Bootstrap Image Preview