Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রথম ভোট বিজেপিকে দিন: নতুন ভোটারদের মোদি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০৪:৪৫ PM
আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০৪:৪৫ PM

bdmorning Image Preview


ভারতে প্রথমবারের মতো যারা ভোটার হয়েছেন তাদের ভোটটি বিজেপিকে দেয়ার আহবান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মহারাষ্ট্রে এক জনসভায় তিনি এ কথা বলেন।

নরেন্দ্র মোদি বলেছেন, নতুন ভোটাররা যদি প্রথম ভোট বিজেপিকে দেন তবে শক্তিশালী ভারত গড়ে উঠবে।

তিনি বলেন, আপনাদের প্রথম ভোট সবাইকে বাড়ি পেতে সাহায্য করবে। প্রথম ভোটাররা দেশ নির্মাণের কথা ভেবে ভোট দিন।

মোদি বলেন, যাদের বয়স ১৮ হয়েছে তাদের প্রথম ভোট যেন দেশ বিনির্মাণের কাজে ব্যবহৃত হয়। যদি সরকার শক্তিশালী না হয়, তবে দেশ সমৃদ্ধশালী হতে পারে না।

প্রসঙ্গত, ভারতে লোকসভা নির্বাচন আসন্ন। এতে প্রায় সাড়ে আট কোটি ভারতীয় প্রথমবার ভোট দেবেন। এর মধ্যে ১৮ থেকে ১৯ বছর বয়স এমন ভোটারের সংখ্যা প্রায় দেড় কোটি। আগামী পাঁচ বছর ভারতের শাসনভার কোন দলের হাতে থাকবে তা নির্ধারন করার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখবে এই নতুন ভোটাররা।

Bootstrap Image Preview